Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। রেজিস্ট্রেশন ও ফিঙ্গার প্রিন্টের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সমূহঃ-

     নির্ধারিত আবেদন ফরম পূরণ করা।

     পাসপোর্ট সাইজ ছবি ১ কপি।

     পাসপোর্টের ফটোকপি।

     ভিসার সত্যায়িত ফটোকপি।

     চাকরির চুক্তি পত্রের ফটোকপি ।

     ৩ (তিন) দিনের প্রার্ক বর্হিগমন সনদের ফটোকপি।

     গৃহকর্মী হিসাবে গমনেচ্ছুক মহিলা কর্মীদের ক্ষেত্রে ১ (এক) মাসের প্রশিক্ষন সনদের ফটোকপি।

     প্রবাসী কল্যান ব্যাংক, পটুয়াখালী শাখা হতে পে-অর্ডার ২০০/- টাকার।

     শিক্ষাগত যোগ্যতা, কারিগরি প্রশিক্ষন/অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)।

২ । বিদেশে মৃত কর্মীদের লাশ দেশে আনা ও দাফন খরচ প্রদানঃ

(ক)  লাশ পরিবহন ও দাফন খরচের আর্থিক সাহায্য  বাবদ বিদেশে মৃত্যুবরনকারীদের ১৯/০৮/২০১০ তারিখ পর্যন্ত

       ওয়াশিগনকে ২০,০০০/-টাকা এবং উক্ত তারিখের পর হইতে ৩৫,০০০/- টাকা (ডেড বডি বাংলাদেশে আনয়ন

  স্বাপেক্ষে) প্রাপ্তির নিমিত্তে এয়ার ওয়েজ  বিলের মূল/ফটোকপি, মৃতুসনদ,পাসপোর্টের ফটোকপি, ওয়ারিশ সনদসহ

       আবেদনপত্র গ্রহন এবং সরজমিনে ওয়ারিশ সনাক্তাকরন পূর্বক তদন্ত প্রতিবেদনসহ চেক গ্রহনের ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির

       চেয়ারম্যান কর্তৃক ২ কপি এবং সহকারী পরিচালক কর্তৃক ২ কপি সত্যায়িত ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র জনশক্তি

       ব্যুরোতে প্রেরন করা হয়।

 (খ) বর্তমানে বিমান বন্দর হইতে লাশ পরিবহনের ৩৫,০০০/- টাকার চেক প্রাপ্তির নিমিত্তে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক

       ওয়ারিশ সনদ এবং চেক গ্রহনের জন্য ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির চেয়ারম্যান কর্তৃক ২ কপি সত্যায়িত ছবি জমা দিতে হইবে।

     

৩ ।  বিদেশে কর্মরত অবস্থায় মৃত বাংলাদেশী কর্মীদের আর্থিক ক্ষতিপুরণ আদায়ও বিতরণঃ

      সংশ্লিষ্ট নিয়োগকর্তা হতে বকেয়া পাওনা ও ক্ষতিপুরণ আদায়ে ব্যবস্থা করা হয় । বিদেশে মৃত্যুবরনকারীর ওয়ারিশগন

       সংশ্লিষ্ট দেশ হইতে কোন প্রকার ক্ষতি পূরন/আর্থিক সাহায্য না পাইলে দুতাবাস/কনসুলারের সুপারিশের ভিত্তিতে মৃতের

        ওয়ারিশগন ০৯/০৫/২০০৯ইং তারিখ পর্যন্ত ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা এবং উক্ত তারিখের পর মৃত্যুবরণকারীগনের

         ওয়ারিশগন ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জনশক্তি ব্যুরোর কল্যাণ তহবিল হতে  ৩,০০,০০০/-(দুই লক্ষ টাকা) পর্যন্ত

          আর্থিক অনুদান প্রদান করা হয় । 

      এজন্য নিম্নোক্ত কাগজপত্রাদি জমা দিতে হয ।

  • সাদা কাগজে আবেদন,
  • মৃতের মূল পাসপোর্ট, ডেথ সার্টিফিকেট, পাওয়ার অব এটর্নী, উত্তরাধিকার সনদ, ফরায়েজনামা,  
  • অভিভাবকত্ব সনদ(প্রযোজ্য ক্ষেত্রে), চেয়ারম্যান সনদ ও সত্যায়িত ছবি । 

৪ ।  বিদেশে ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রয়োজনবোধে আর্থিক ও আইনি সহায়তাঃ

       বিদেশের জেলে আটক কর্মীদের সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে নিয়োজিত কর্মকর্তা/আইনজীবি দ্বারা আইনি

       সহায়তা প্রদান করা হয় ।

৫ ।  বিদেশ গমনেচ্ছু মহিলা কর্মী বাছাই ও প্রশিক্ষণে প্রেরণ করা হয়

৬ ।  ৮ম শ্রেনী হইতে দশম শ্রেনী পর্যন্ত ছাত্র/ছাত্রীগনকে ভবিষ্যতে লেখাপড়ার উপর পেশানির্দেশনা প্রদান

৭  ।  চাকুরী সংক্রান্ত তথ্যাদি সংগ্রহের জন্য নিয়োগকর্তাদের সহিত যোগাযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ ও তথ্য কেন্দ্রে সংরক্ষন করা হয়

৮  ।  বিদেশ গমনেচ্ছু কর্মীগনকে বিভিন্ন দেশের ভাষা সহ বিদেশ গমনের পূর্বে ও পরে বিভিন্ন বিষয়ে করনীয় সম্পর্কে লিফলেট ও পোষ্টারের মাধ্যমে সচেতন করা হয়